কুমিল্লায় বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৪
অ- অ+

কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহত মা-মেয়ে মোটরসাইল চালক এরশাদ ভূইয়ার স্ত্রী ও কন্যা। বাসের ধাক্কায় তিনিও আহত হন। সোমবার বিকাল ৩টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি কুমিল্লা-সিলেট মহাসড়কের রেশম বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা-মেয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইছা গ্রামের এরশাদ ভুইয়ার স্ত্রী কুলসুম আক্তার (৩৬) ও কন্যা শাহিনুর আক্তার (০৩)।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, এরশাদ ভূইয়া তার মোটরসাইকেলের পেছনে বসিয়ে স্ত্রী ও কন্যাকে ডাক্তার দেখানোর জন্য দেবিদ্বার থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। ময়নামতি রেশম বোর্ডের সামনে পৌঁছালে নিউ জনতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মা-মেয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। আহত হন মোটরসাইকেল চালক এরশাদ ভূইয়া। তাকে স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিউ জনতা পরিবহনের ওই বাসটিকে চালকসহ আটক করা হয়েছে। নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা