ইবিতে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ১৭:৩৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

রবিবার সকালে উপাচার্য ড. শেখ আব্দুস সালাম ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে 'মৃতুঞ্জয়ী মুজিব' স্মৃতি ভাস্কর্যে ফুল দেন। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপাচার্যের কার্যালয়ে প্রথমে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা এবং গবেষণা। আমরা এ প্রবাহমানতাকে সম্মান করতে চাই। এ প্রবাহমানতার স্রোতকে আরো শক্তিশালী করতে যদি কোনো ফাঁক-ফোকর থাকে তবে সেটা পূরণ করতে চাই।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সরাসরি স্টেকহোল্ডার হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা। তার যদি সবাই সম্মিলিত হয়ে কাজ করেন তাহলে একটা ভিশন মিশন সাকসেসফুল করতে পারব।

গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেন।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :