হাসপাতাল থেকে ভিডিওবার্তায় মেয়র আতিকের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:৪৯ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৭:১৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার সুস্থতার জন্য দোয়া করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় তিনি এই কৃতজ্ঞতা জানান।

ভিডিওবার্তায় মেয়র বলেন, ‘আমি নগরবাসীকে ধন্যবাদ জানাতে চাই। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি এবং আমার পরিবারের করোনা হয়েছিল, তখন সবাই আমার জন্য দোয়া করেছেন। মসজিদে মসজিদে, বিভিন্ন জায়গায় যে যেখানে পেরেছে, তারা সবাই দোয়া করেছে। আমি নগরবাসীর এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছি, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতিক বলেন, ‘আমি সম্পূর্ণরূপে কৃতজ্ঞ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে। তিনি আমাকে ফোন করে খোঁজ নিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খোঁজ নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই আমাকে এসএমএস দিয়ে উজ্জীবিত করছেন।’

কোভিড হাসপাতাল হিসেবে কুর্মিটোলা হাসপাতালের সেবার বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, ‘আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছি। আমি এবং আমার স্ত্রী ইচ্ছা করে এখানে ভর্তি হয়েছি। দেখতে চাই, সাধারণ মানুষ কীভাবে এখান থেকে চিকিৎসা পায়। সত্যি এখানকার যারা ডাক্তার, ইনচার্জ, সিস্টার, টেকনিক্যাল যারা আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। এখানে যে ইকুইপমেন্ট যেগুলো আমরা দেখেছি। সেগুলো দেখার মতো।’

এর আগে গত ১২ অক্টোবর করোনাভাইরাস শনাক্ত হয় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম এবং তার স্ত্রীর। ১২ অক্টোবর পর্যন্ত তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় স্ত্রীসহ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয় তিনি।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :