রফিক-উল হক ছিলেন আইন অঙ্গনের একজন দিকপাল: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৫:৩৪| আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৫:৪৩
অ- অ+

সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার এক শোক বার্তায় হানিফ বলেন, সর্বজন শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিক-উল হক দেশের আইনাঙ্গনের অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি আইন অঙ্গনের একজন দিকপাল ছিলেন। তিনি আমাদের শিক্ষাগুরু ছিলেন। তার কর্তব্য, নিষ্ঠা ও দেশপ্রেম দেশের প্রতিটি মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

‘একই সঙ্গে তার দানশীলতা, ‘মানুষ মানুষের জন্য’-এই চিরসত্যটি প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি যা আয় করতেন তার বৃহদাংশই মানবকল্যাণে ব্যয় করে গেছেন।’

শোকবার্তায় হানিফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়েছিল, ব্যারিস্টার রফিক-উল হক তখন ন্যায় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্ত করতে তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তার প্রতি ব্যক্তিগত ও দলীয়ভাবে আমরা কৃতজ্ঞ।

শোক বার্তায় হানিফ মরহুম রফিক-উল হকের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা