মন্দের জরিমানা গুনল আনন্দ বেকারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১৯:৫৪
অ- অ+

বিস্কুট জাতীয় পণ্য তৈরিতে খ্যাতনামা প্রতিষ্ঠান আনন্দ কনফেকশনারিকে নানা অনিয়মের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে।

পণ্য উৎপাদন ও মেয়াদের লেবেল না থাকা এবং দাম উল্লেখ না করায় পুরান ঢাকার এই কনফেকশনারিকে জরিমানা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম বৃহস্পতিবার বিকালে এক অভিযানে এই জরিমানা করেন।

সাতরওজা এলাকার আবুল হাসনাত রোডে অবস্থিত আনন্দ কনফেকশনারিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে মোবাশ্বের আলম ঢাকা টাইমসকে বলেন, নির্ধারিত পদ্ধতিতে পণ্য মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির করা হয়। আমরা দই, চানাচুর, কেকে উৎপাদন ও মেয়াদের তারিখ পাইনি। এ কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনের প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান সিকদার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা