গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২০, ২০:১০
অ- অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ববিতা রাণী সূর্য্য নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ববিতা রাণী ওই গ্রামের অজিৎ চন্দ্র বর্মনের স্ত্রী। তার বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জুমদীয়া ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, দাম্পত্য কলহের জের ধরে শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে স্বামীসহ পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ঢাকাটাইমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান ঢাকাটাইমকে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা