ক্যাম্প থেকে সর্বোচ্চটুকু শেখার চেষ্টা করছি: আকবর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২০, ২১:০৬

চলমান এইচপি ক্যাম্প দিয়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী। তিনি মনে করেন, বিশ্বকাপের খ্যাতি দিয়েই টিকে থাকা যাবে না।

বিসিবি প্রেসিডেন্ট কাপে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আকবর। ব্যর্থ হওয়ায় ওই টুর্নামেন্ট দিয়েই বাস্তবতাকে বুঝতে পেরেছেন তিনি। তামিম ইকবালের নেতৃত্বাধীন তামিমের একাদশের হয়ে খেলেছেন আকবর। ব্যাট হাতে কোন ম্যাচেই ডাবল-ফিগারে পৌঁছাতে পারেননি তিনি। বিশ্বকাপজয়ী হওয়া সত্ত্বেও তার ব্যর্থতা নিয়ে সমালোচনা চলছে।

তবে নিজের ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পেয়েছেন আকবর। বর্তমানে টবি র‌্যাডফোর্ডের অধীনে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে কাজ করছেন তিনি।

আকবর আলী বলেছেন, ‘আসলে ক্যাম্পটি উন্নতির জন্য, এখানকার মূল বিষয় বা বেসিকগলো আগের মতোই। আমি যেখানে ছিলাম সেখান থেকে আরও উন্নতি করাই আমার মূল লক্ষ্য।’

তিনি বলেছেন, ‘আমি যা অনুভব করি তা হচ্ছে আমি যেখানেই থাকি উপভোগ করার চেষ্টা করি। আমি সেখান থেকে বেশিরভাগই শেখার চেষ্টা করি, এখন আমি এইচপিতে আছি, এখান থেকে সেরাটা শেখার চেষ্টা করছি, এখানে যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতেছি প্রায় ৮-৯ মাস হতে চলেছে। তাই আমি যখন এটি চিন্তা করি তখন এটি অনেক বেশি ভালো অনুভব করি। তবে আমি মনে করি না, আমরা যা করেছিলাম সে সম্পর্কে কেউ চিন্তা করে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

আকবরের ইতোমধ্যে বুঝতে পেরেছেন, অন্যের সাথে প্রতিযোগিতা করার জন্য তাকে আরও বেশি দক্ষতা বাড়াতে হবে। সিনিয়র পর্যায়ের ক্রিকেট জীবন এতটা সহজ নয়, যতটা জুনিয়র স্তরে ছিল।

আকবর বলেন, ‘আমি মনে করি পার্থক্যটা অনেক বেশি এবং এখানে প্রতিযোগিতা একটু বেশিই। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা খেলছি বলে এখানে বয়সসীমা কম ছিল। তাই আমি মনে করি, আমাদের এখানে আরও প্রতিযোগিতামূলক হওয়া দরকার।’

তবে আকবর বিশ্বাস করেন, বিসিবি প্রেসিডেন্ট কাপটি তার জন্য শেখার অনেক কিছু ছিল।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এটি একটি কঠিন অভিজ্ঞতা ছিল, তবে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহেরও বেশি সময় একসাথে ছিলাম, প্রচুর ইতিবাচক বিষয় শিখেছি।’

আকবর আরও বলেন, ‘আমি তামিম ভাইয়ের দলে ছিলাম এবং আমি তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাইয়ের সাথে কথা বলেছি। আমি তাদের কাছ থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করেছি। তারা অনেক ভাল ধারণা দিয়েছেন। আশা করি, আমি তাদের কথাগুলো বা তাদের অভিজ্ঞতা পরবর্তীতে কাজে লাগাতে পারব।’

(ঢাকাটাইমস/১ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন ইরান

হাই পারফরম্যান্স দলে শ্রেয়াস-ইশান, আবারও ফিরতে পারেন কেন্দ্রীয় চুক্তিতে

এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন মাশরাফি

এইচপির ট্রেনিং ক্যাম্পের দল ঘোষণা বিসিবির

যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সূচি

সিটি ছাড়ার কথা ভাবছেন  ‘ক্লান্ত’ গার্দিওলা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ: বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে রাখছে না ওয়েস্ট ইন্ডিজ

ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চার মুখ, বাদ পড়লেন এডারসন

দাপুটে জয়ে আবারও শিরোপা উঠলো ম্যানসিটির হাতে, গড়ল ইতিহাসও

পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ বিরাট কোহলির, বেজায় খুশি আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :