বাউফলে সাত জেলের এক বছরের কারাদণ্ড

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৬:১১ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ১৫:৫২

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে সাত জেলের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাখেরগঞ্জ উপজেলার সবুজ মোল্লা, হাসান খান ও বাউফল উপজেলার আব্দুল আজিজ, শংকর দাস, খোকন হাওলাদার, শাহাবুদ্দীন বিশ্বাস এবং আব্দুর রহিম।

পটুয়াখালীর র‌্যাব-৮ এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রবিউল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ উদ্যোগে রবিবার রাতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ইলিশ শিকারের অপরাধে সাত জেলেকে আটক করা হয় এবং এসময় জেলেদের থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরদিন সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে জব্দ জাল পুড়িয়ে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :