প্রাচীন মন্দিরের আট মূর্তি উদ্ধার, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৬:৩৯ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ১৬:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ঠাকুরবাড়ির প্রাচীন মন্দির থেকে গত বুধবার মধ্যরাতে গণেশ মূর্তিসহ আটটি পিতলের মূর্তি চুরি হয়েছিল। এর ২৪ ঘণ্টার মধ্যেই মূর্তিগুলো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

তারা হলেন- কাজল, নাছির উদ্দিন, জসিম উদ্দিন, হৃদয় মিয়া, রহিছ মিয়া।

গত বৃহস্পতিবার ভোরে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে কাজল মিয়ার রান্না ঘর থেকে এসব পিতলের মূর্তিসহ যাবতীয় মালামাল উদ্ধার করা হয়।

এর আগে ঠাকুরবাড়ির শিক্ষক মানিক চক্রবর্তী বৃহস্পতিবার নবীনগর থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। তারই প্রেক্ষিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালসহ ওই পাঁচজনকে আটক করে।

শিক্ষক মানিক চক্রবর্তী বলেন, নবীনগর থানার আন্তরিকতায় প্রাচীন দেবমূর্তিগুলো উদ্ধার হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে সারারাত অভিযান চালিয়েছে। অভিযানে চুরি হওয়া সব মালামালসহ পাঁচজনকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :