দ্রুতই ছন্দে ফিরবেন সাকিব: সুজন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১০:০১| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১০:০২
অ- অ+

দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে যুতসই অবস্থানে ফিরতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বেক্সিমকো ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনের দাবি দ্রুতই নিজের জায়গায় ফিরে আসবেন সাকিব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোচ-অধিনায়কের জুটি হিসেবে সাফল্য আছে খালেদ মাহমুদ সুজন ও সাকিব আল হাসানের। বিপিএলের মর্যাদা পাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অবশ্য দুইজন আলাদা দলে। কোচ-খেলোয়াড়ের ভূমিকায় থাকলেও দুজনই সাফল্যের খোঁজ পেতে ঘাম ঝরাচ্ছেন।

সুজন এবার কোচিং করাচ্ছেন বেক্সিমকো ঢাকাকে। অধিনায়ক না হলেও জেমকন খুলনার অন্যতম বড় অস্ত্র সাকিব। ঢাকা তিন ম্যাচ পর পেয়েছে জয়ের খোঁজ। সাকিবের খুলনা চার ম্যাচে জিতেছে ‍দুটি।

তবে সব ছাপিয়ে আলোচনায় সাকিবের পারফরম্যান্স। বল হাতে আগের মতোই উজ্জ্বল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, তবে ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি। ড়ত বছর বিশ্বকাপে ব্যাটিং দিয়েই কেড়েছিলেন ক্রিকেট দুনিয়ার আলো। এবার তাই ব্যাটিংয়ে বড় স্কোর করতে না পারায় সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের কপালে ফেলেছেন চিন্তার ভাঁজ।

তবে সুজনের প্রত্যাশা, সাকিব শীঘ্রই ছন্দে ফিরবেন; বোলিংয়ের মত ভালো করবেন ব্যাটিংয়েও। তিনি বলেন, ‘সাকিব অনেকদিন পর ক্রিকেটে ফিরল। সাকিব তো সাকিবই, নম্বর ওয়ান অলরাউন্ডার। এখনো ব্যাট হাতে সাকিকে সেভাবে দেখিনি। বল হাতে তো ওর সেটা স্বভাবসুলভ সেটাই করছে। প্রতি ম্যাচেই ভালো বল করছে। ব্যাট হাতে ওর কাছে প্রত্যাশাটা সবারই অনেক বেশি।’

নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই মাঠে ফিরেছেন সাকিব। সময় গড়ালে সাকিব পুরনো রূপে দেথা দেবেন বলে প্রত্যাশা সুজনের, ‘আমি বিশ্বাস করি সে ভালো খেলোয়াড়ভ। সত্যি কথা বলতে গেলে সে সারা বছরেরিই পারফর্মার। সাকিব কামব্যাক করবে। হয়তো সময় নিচ্ছে।’

(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা