বিট কয়েনের ‘আন্তর্জাতিক প্রতারক’ রায়হান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১, ১৫:৩৫| আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৬:৩১
অ- অ+

দেশের বিট কয়েন প্রতারণা চক্রের মূলহোতা মো. রায়হান হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি ব্যাংক একাউন্টের কাগজ জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার রায়হান আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। তার ব্যাংক একাউন্ট পর্যালোচনা করে গত একমাসে ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে রায়হান এক কোটি ১০ লাখ টাকা দামের ওডি গাড়ি কিনেছেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

বিকালে কুর্মিটোলা র‍্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলেও জানান এলিট ফোর্সটির এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এসএস/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা