রাজউকের সাবেক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধ দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক
বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ বাদী হয় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের সাবেক সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম সরকার ও তার স্ত্রী মোসা. উাতেমা বেগম।
অভিযোগে জানা যায়, রাজউকের এই সাবেক সহকারী পরিচালক ২৯ লাখ ৮ হাজার ৮৭৭ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈদ সম্পদ অর্জন করেন। তার আয়ের কোনো বৈধ উৎস না থাকায় তিনি তা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে প্রতীয়মান হয়।
একইভাবে রাজউকের এই কর্মকর্তার স্ত্রী ফাতেমা বেগম স্বামীর সঙ্গে পরস্পর যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূত ২৬ লাখ ৭৪ হাজার ৫৬১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন এবং এই উক্ত সম্পদ স্থানান্তর, হন্তান্তর ও রূপান্তরের মাধ্যমে নিজের দখলে রেখে অপরাধ করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ফাতেমা বেগম তার যে আয়ের উৎস ব্যবসা ও দোকান ভাড়ার আয় উল্লেখ করেছেন, দুদকের অনুসন্ধান তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে রাজউকের একটি প্লট স্বামীর নাম গোপন করে পিতার নাম ব্যবহার করে প্রতারণা মাধ্যমে অর্জন করেন।
জ্ঞাত আয় বহির্ভূ সম্পদ অর্জন করার দায়ে এই দম্পতির বিরুদ্ধে ২০০৪ এর ২৬ (২) ২৭(১) ধারা তথা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারায় দুটি পৃথক মামলা করা হয়।
(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এসআর/কেআর)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

পুলিশ কনস্টেবল জনির জোড়া লাগা হাত সক্রিয় হতে লাগবে কয়েক মাস

জুনে সড়কে প্রাণহানি ৫২৪, মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪২ দশমিক ১৮

পুত্র-কন্যাসহ পদ্মা সেতু দিয়ে প্রথম টুঙ্গিপাড়া সফরে প্রধানমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগে জড়িতরা ছাড় পাবে না: নসরুল হামিদ

শেহবাজের জন্য আম পাঠালেন শেখ হাসিনা, জানা যায়নি কী জাত

‘গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত’

ঢাকা সফর করবেন প্রিন্স চার্লস

যে কারণে শিশুদের বয়সসীমা কমাতে চায় মন্ত্রিসভা কমিটি

ঈদুল আযহা উপলক্ষে এক লাখ ৩০০ মে.টন ভিজিএফ চাল বরাদ্দ
