নিজের সব সন্তানকে চেনেন না পেলে

সম্প্রতি কিংবদন্তি ফুটবল তারকা পেলেকে নিয়ে তৈরি হয় একটি ডকুমেন্টারি। সেখানেই পেলের সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে প্রকাশ্যে। যার মধ্যে অন্যতম, সন্তান সংখ্যা নিয়ে পেলের মন্তব্য। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য সান’ সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ব্রাজিল ফুটবল দলের সাবেক তারকা বলেন, তাঁর ৩ স্ত্রী। পরপর তিনবার বিয়ের পরও একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। যাঁদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, সেই বান্ধবীদের অনেকের গর্ভেই তাঁর সন্তান আসে। যা প্রথমে জানতে পারেননি তিনি। পরবর্তীকালে সেই সন্তানদের কথা তিনি জেনেছেন।
তবে বিয়ের বাইরে একাধিক সম্পর্কে জড়ানোয় কতজন সন্তান তাঁর রয়েছে, সেই সংখ্যাটা তাঁর কাছে স্পষ্ট নয় বলে জানান পেলে।
প্রথম দুই পক্ষের স্ত্রীদের গর্ভে পেলের ৭ সন্তানের জন্ম হয়েছে। তবে পরপর সম্পর্কে জড়ালেও তিনি কখনো কিছু গোপন করেননি। পেলের প্রথম স্ত্রী এবং প্রথম বান্ধবী তাঁর সম্পর্ক সম্পর্কে অবহিত বলেও জানান পেলে।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে রোসমেরির সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেন পেলে। ১৯৯৪ সালে আজিরিয়ার সঙ্গে পেলে দ্বিতীয়বার বিয়ে সারেন। ২০০৮ সালে আজিরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সালে মার্সিয়া আওকির সঙ্গে গাঁটছড়া বাঁধেন পেলে।
৭৫-এ পৌঁছে ৫০ বছর বয়সী মার্সিয়ার সঙ্গে তৃতীয় বিয়ে সারেন ফুটবল তারকা। ফলে মাঠের বাইরে পেলের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময় সরগরম হয়ে উঠতে শুরু করে সংবাদমাধ্যম।
(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

জয়-শামীমের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

৯ এপ্রিল শুরু আইপিএল

শুরুতে পিছিয়ে পড়েও জুভেন্টাসের জয়

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা

জিততে সাইফদের লক্ষ্য ২৬৪ রান

অশ্বিনের অনন্য রেকর্ড

শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহীন আফ্রিদি

ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার জয়

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে কী হবে?
