পরীক্ষার দাবিতে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫০
অ- অ+

পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের পরীক্ষা নিতে হবে, সেশনজট মুক্ত হতে চাই। কমপক্ষে চলমান পরীক্ষাগুলো নিয়ে নিলে আমাদের আর সেশনজনটে পড়তে হবে না।’

এসময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী তামিম রুহুল বলেন, 'আমাদের মানববন্ধনের মূল উদ্দেশ্য সেশনজট মুক্ত হওয়া। কমপক্ষে মাস্টার্সে যারা আছি, তাদের চলমান পরীক্ষা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটাই দাবি যেসব বিভাগে পরীক্ষা চলমান রয়েছে অন্ততপক্ষে সেগুলো শেষ করার দাবি করছি।’

এছাড়াও মানববন্ধনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেয়ার কথা জানান তারা।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে এ পর্যন্ত বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের অনেকগুলো পরীক্ষা সম্পন্ন হলেও চলমান পরীক্ষাগুলো আটকে গেছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা