বড় লিডের লক্ষ্যে দ্বিতীয়দিনে ব্যাট করছে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৪| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৮
অ- অ+

আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয়দিনের বড় লিডের লক্ষ্যেই ব্যাট করতে নেমেছে স্বাগতিক ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটের ১১৫ রান। ৩ রানের লিড পেয়েছে ভারত।

৩ উইকেটে ৯৯ রান নিয়ে প্রথম দিনশেষে করেছিল ভারত। এদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে দ্বিতীয়দিনের খেলায় আজ আবার ব্যাট করতে নামেন। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি রাহানে। আউট হয়েছেন ব্যীক্তগত ৭ রানে। এখন ওপেনার রোহিত ৯২ বলে ৬৬ রানে এবং উইকেটকিপার ব্যাটসম্যান রিশাব পান্ত ১ বলে ১ রান করে ক্রিজে ব্যাট ব্যাট করছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় সফররত ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রাউলি দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন। কাউলি ছাড়া বিশের ঘর তো দূরের কথা দশের ঘর পার করেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান।

ভারতের হয়ে প্যাটেল ৬টি, রবিচন্দ্রন অশ্বিন ৩টি এবং ইশান্ত শর্মা ১টি উইকেট পেয়েছেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা