এশিয়া কাপ পিছিয়ে ২০২৩ সালে হতে পারে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৮
অ- অ+

ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে পিছিয়ে দেওয়া হবে এশিয়া কাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মনি রবিবার এমনটি বলেছেন।

আগামী জুনে হওয়ার কথা রয়েছে এবারের এশিয়া কাপ। কিন্তু ওই একই সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হবে লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের খেলার সম্ভাবনা উজ্জ্বল। তাই এশিয়া কাপ পেছানোর ভাবনা চলছে।

এহসান মনি বলেছেন, ‘এশিয়া কাপ গত বছরেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। এ বছর শ্রীলঙ্কা প্রতিযোগিতা আয়োজন করতেও রাজি ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। দুটোর তারিখ একই। যা অবস্থা তাতে এই প্রতিযোগিতা পিছিয়ে ২০২৩ সালে হয়তো করতে হবে।’

পিসিবি সিইও ওয়াসিম খান বলেছেন, ‘ভারত কার্যত ফাইনালে উঠেই গিয়েছে। তাই এশিয়া কাপ না হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আমরা এখন ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।’

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা