পক্ষকাল পর লেনদেন ছাড়াল আটশ কোটি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০২১, ১৫:১৭ | প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১৫:১৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে দিয়ে শেষ হলো লেনদেন। এদিন লেনদেন অতিক্রম করেছে আটশ কোটি টাকা। এছাড়াও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন হয়েছে ৮১৫ কোটি ৮৭ লাখ নয় হাজার টাকা। এর আগে ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে ৮৬৩ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৩৫টি ও অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

গত সোমবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬১৮ কোটি চার হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪২ লাখ ২১ হাজার ৪৬৯ টাকা, যা আগের দিনের তুলনায় বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৪০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৮টি কোম্পানির। দর কমেছে ২৭টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫০৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৮ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৬ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৬৫৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩৫৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৫ পয়েন্টে। সিএসআই ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২মার্চ/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :