উঁচু থেকে পড়লেও ভাঙবে না স্যামসাংয়ের যে ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ০৯:৪৩
অ- অ+

উঁচু থেকে পড়লেও ভাঙবে না। এমন একটি ফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এক্স কভার ৫। এটি একটি রাগেড স্মার্টফোন। স্যামসাং দাবি করছে ১.৫ মিটার উপর থেকে পড়ে গেলেও এই ফোন অক্ষত অবস্থায় থাকবে। কারণ এই ফোনে রয়েছে শক অ্যাবজর্বশন ক্ষমতা।

সিকিওরিটির দিক থেকে এই ফোনে কোম্পানির নিজস্ব স্যামসাং নক্স সিকিওরিটি সলিউশন প্রি-লোডেড থাকছে।

স্যামসাং বলছে, এই ডিফেন্স-গ্রেড সিকিওরিটি প্ল্যাটফর্ম এন্ড টু এন্ড এনক্রিপশন অফার করবে। অর্থাৎ ঠিক যে ভাবে হোয়াটসঅ্যাপ কাজ করে।

এই প্রযুক্তির সাহায্যে ফোনের যাবতীয় তথ্য খুবই সুরক্ষিত থাকবে বলে দাবি করছে স্যামসাং।

পানি এবং ধুলোবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৮ রেটিং দেওয়া হয়েছে। স্যামসাংয়ের অন্যান্য রাগেড স্মার্টফোনের মতোই এই মডেলেও গ্লাভ-টাচ ফিচার রয়েছে, যার সাহায্যে গ্লাভস পরেও ফোনের ডিসপ্লে ব্যবহার করা যাবে।

ফোনটিতে রয়েছে ৫.৩ ইঞ্চির এইচডি প্লাস টিএফটি ডিসপ্লেল। প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে এক্সিনোস ৮৫০ অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড ২ গিগাহার্জ।

এই স্যামসাং মডেলের ফোনে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দিয়েছে।

৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ফোনটিতে ১৫ ওয়াটের ফাস্ট চার্জি টেকনোলজি ব্যবহার করেছে। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ ভার্সনে।

(ঢাকাটাইমস/৬মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা