নাসার নভোযান মঙ্গলের বুকে ৬.৫মিটার ভ্রমণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ২১:১৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, নভোযান পারসিভেয়ারেন্স মঙ্গলের বুকে ৬.৫ মিটার ভ্রমণ করেছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নাসার এই মহাকাশ যান মঙ্গলের বুকে পা রাখে।

অ্যানাইস জারিফিয়ান নামে মহাকাশ যান পারসিভেয়ারেন্সের একজন ইঞ্জিনিয়ার মহাকাশযানের রোভারের এমন চলাফেলায় ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, মঙ্গলের বুকে রোভারের ছাপ এখনও দৃশ্যমান।

প্রায় সাত মাস ভ্রমণ শেষে মহাকাশযান পারসিভেয়ারেন্স গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের বুকে সফলভাবে অবতরণ করে। ২০২০ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেপ ক্যানাভেরাল মহাকাশ স্টেশন থেকে এটি ৪৭০ মিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে মঙ্গলের বুকে অবতরণ করে।

১৮ ফেব্রুয়ারি নাসা ঘোষণা দেয় যে, পারসিভেয়ারেন্স নিরাপদে ১৮ মাইল প্রশস্ত হ্রদের মাটি স্পর্শ করে। মহাকাশ সংস্থার তথ্যানুসারে, ছয় চাকার এই রোবটযান আগামী দু'বছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। প্রাচীন হ্রদ এলাকার মাটিপাথরের মধ্যে খনন চালিয়ে এটি অতীত অণুজীবের অস্তিত্ব সন্ধানের কাজ করবে। যুক্তরাষ্ট্র আগামী ২০৩০ সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানোর ইচ্ছা প্রকাশ করছে।

ঢাকাটাইমস/০৬মার্চ/কেআই

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা