‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আওয়ামী সরকার সবসময় প্রস্তুত’

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২১, ১৭:৩১

‘নদীমাতৃক বাংলাদেশে বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ঘূর্ণিঝড় মোকাবিলায় আওয়ামী সরকার সবসময় প্রস্তুত।’

সোমবার সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং লালমোহন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আয়োজনে স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ করা হয়। এসময় এসব বলেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপজেলার ২৭৪০ জন স্বেচ্ছাসেবকের মধ্য থেকে এক হাজার ৩৭০ জনের মাঝে ৬২টি হ্যান্ড সাইরেন, ৬২টি মেগাফোন, ৬২টি সিপিপি ভেস্ট, ৬৩টি সিগন্যাল প্লাগ মাস্ট, ৬৩টি সাংকেতিক পতাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সিনিয়র সহকারী পরিচালক (সিপিপি, লালমোহন) মুন্সি নুর মোহাম্মদসহ উপজেলার সিপিপির স্বেচ্ছাসেবকরা।

(ঢাকাটাইমস/২২মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :