সূচকের মিশ্র প্রবণতায় শেষ হলো লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২১, ১৪:৫৯

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনর পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ছয় লাখ ৭৪ হাজার টাকা। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সোমবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ পাঁচ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ৭৪১ টাকা। যা আগের দিনের তুলনায় নয় কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৮টি কোম্পানির। দর কমেছে ৯২টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪১৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৬৩ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ছয় পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬৭১ পয়েন্টে। সিএসইএক্স সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৪৫৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৯৯৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৯ পয়েন্টে। সিএসআই তিন পায়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিন পয়েন্টে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

চামড়া শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে

ফের বাড়ল সোনার দাম, প্রতি ভরি এক লাখ ১৭ হাজার টাকা

সরকারের আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতে অডিট কার্যক্রমকে ফলপ্রসূ করার তাগিদ

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

এই বিভাগের সব খবর

শিরোনাম :