নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিমানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২১, ১৭:১২

নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল শুক্রবার বলাকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তী পালনের কর্মসূচি শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মসজিদসমূহে বিশেষ দোয়া পাঠ এবং বলাকায় স্মৃতিসৌধ ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকার লবিতে বিমানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। আরও উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম পরিচালক কর্পোরেট প্ল্যানিং এন্ড ট্রেনিং, পরিচালক ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, পরিচালক ফ্লাইট অপারেশন্স, প্রিসিপাল বিএটিসি, মহাব্যবস্থাপক প্রশাসনসহ বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকাটাইমস/২৭মার্চ/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :