অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হবে: সনজীদা খাতুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৬:৩০ | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৬:২৬

এবারও বৈশাখও কাটলো রমনার বটমূলের আয়োজন ছাড়াই। মহামারি করোনার কারণে গতবার এবং এবার মিলে পর পর দুবার হয়নি ছায়ানটের বর্ষবরণের আয়োজন। তবে বিকল্প উপায় ডিজিটাল মাধ্যমে বাংলা নতুন বছর উদযাপরেন আয়োজন করে ছায়ানট। বুধবার সকাল সাতটায় অনুষ্ঠানটি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।

পুরনো ও নতুন পরিবেশনা মিলিয়ে সংকলিত এই অনুষ্ঠানের একটি অংশে ছিল ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সংস্কৃতিকজন, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সনজীদা খাতুন। যেখানে তিনি নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতির নানাদিক তুলে ধরেছেন। উঠে এসেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কথাও।

অন্ধকারের এই সময় কেটে গিয়ে আলো আসবে বলেও আশার কথা জানান সনজীদা খাতুন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হবে। নতুন বছর বয়ে আনবে সর্বজনের জন্য মঙ্গলবার্তা। আলো আসবেই।’

এতে পহেলা বৈশাখের প্রথম প্রভাতে ছায়ানটের শিল্পীরা গয়ে ওঠেন, ‘আমি ভয় করব না, ভয় করব না। দু’ বেলা মরার আগে মরব না ভাই, মরব না।‘

ছায়ানটের এই ডিজিটাল আয়োজনে ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশাত্নবোধক গানের পরিবেশনাও।

ছায়ানট সভাপতি বলেন, ‘এ বছর, আমরা আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার অর্ধশতবর্ষ পূর্ণ করছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে, নববর্ষের প্রথম প্রভাতে আপনারা ছায়ানটের প্রীতি ও ভালোবাসা গ্রহণ করুন।’

তিনি জানান, ‘১৯৬৭ সাল থেকে নগরজীবনে নববর্ষকে আহ্বান জানানোর জন্য ছায়ানট রমনার বটমূলে যে সুর ও বাণীর আয়োজন করে আসছে, তাতে প্রথম ছেদ পড়ে একাত্তরে মুক্তিযুদ্ধকালে। এরপর গত বছর করোনাভাইরাস মহামারির কারণে। সংক্রমণের প্রকোপে এ বছরও তা আয়োজিত হচ্ছে অনলাইনে, অর্থাৎ সীমিত পরিসরে।’

সনজীদা খাতুন বলেন, ‘করোনার কারণে বাংলা বছরের প্রথম দিনে নেই উৎসবের আমেজ। স্বজন হারানোর বেদনা আর সংক্রমণের শঙ্কা আজ সর্বজনের অন্তরে। তবে পহেলা বৈশাখ বাঙালির জীবনে নিছক নববর্ষ উদযাপন নয়। আত্মপরিচয়ের সন্ধানে বাঙালি যে পথপরিক্রমায় অংশ নিয়েছে, সে পথ মসৃণ ছিল না। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদের যে জোয়ার সৃষ্টি হয়েছিল, নববর্ষের আয়োজন সর্বধর্মের বাঙালিকে ঐক্যসূত্রে যুক্ত করে, তাতে নতুন মাত্রা যোগ করেছে।’

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :