তাহিরপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২১, ২২:৩৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালতিতে রাখা পানিতে ডুবে তানজিমা নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের শাহিন মিয়ার মেয়ে ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাজিনুর মিয়ার নাতনী। সোমবার দুপুরে উপজেলায় শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মন্দিয়াতা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ঘরের ভিতরে বিছানায় এক বছর বয়সী শিশুকে ঘুমন্ত অবস্থায় রেখে মা, বাবাসহ পরিবারের সদস্যরা জমির ধান কাটা আর শুকানোর জন্য বাড়ির পাশে খলায় ব্যস্ত ছিল। এর ফাঁকে শিশুটি ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে বিছানা থেকে নেমে পাশে রান্না ঘরে গিয়ে বালতিতে রাখা পানিতে ডুবে যায়।

শিশুর বাবা শাহিন মিয়া বলেন, মেয়েকে শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে আমরা সবাই ধানের খলায় ধান মাড়াই ও শুকনো কাজে চলে যাই। এর পর বাড়িতে ফিরে এসে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজার একপর্যায়ে রান্নাঘরে গিয়ে পানিভর্তি বালতিতে মৃত অবস্থায় পাই।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :