সূচকের মিশ্র প্রবণতায় শেষ হলো লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১২:৫৬

দেশের প্রধানপুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মাধ্যমে লেনদেন শেষ হলেও বেড়েছে সিএসইতে সবগুলো সূচক । এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৭৬ কোটি টাকা ।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৭৭৬ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকা। এর আগে মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিলো এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮২ লাখ ১০ হাজার ৬৬৯ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৮ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৬টি কোম্পানির। দর কমেছে ৯৫টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪২৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে দুই হাজার ৮৩ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৪৮৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৭ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৪ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :