আরমানিটোলায় দগ্ধ আরেক জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১১:৩৫ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২১, ১১:৩১

পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গোডাউন থেকে লাগা আগুনে দগ্ধ সাফায়েত হোসেন নামের একজন মারা গেছেন। রবিবার সকাল পৌনে ৯টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো। এছাড়া ওই ঘটনায় এখনও ১৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজন আইসিইউতে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, ভবনের নিরাপত্তারক্ষী ওলিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া সরকার ও ওলিউল্লাহর কাছে বেড়াতে আসা কবির নামে আরেকজন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এএ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :