আলফাডাঙ্গায় কৃষকের ধান কেটে যুবলীগের সহযোগিতা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ১৮:০৪
অ- অ+

করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় কৃষকের জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার মিঠাপুর গ্রামের এরশাদ আলী নামে এক কৃষকের ৭৫ শতাংশ জমির পাকাধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দেন তারা।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলামের নেতৃত্বে এই ধান কাটা কর্মসূচিতে আরও অংশ নেন শাহাজাহান তালুকদার, ফরিদ তালুকদার, মুন্সি শফিকুল আজম, সুজন মোল্যা, সুমন খাঁন, ইমরান তালুকদার, কামরুল শেখসহ যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

কৃষক এরশাদ আলী বলেন, ‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক না পাওয়ায় যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই তাদের।’

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সার্বিক নির্দেশনায় তারা গরিব কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।

(ঢাকাটাইমস/৬মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা