অর্থ আত্মসাতের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ১৮:০৮| আপডেট : ০৬ মে ২০২১, ২১:০৬
অ- অ+

কাতারের অর্থমন্ত্রী আলী শেরিফ আল-এমাদিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে অন্যান্য অপরাধের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও ব্লমবার্গ এই খবর প্রকাশ করে।

কাতার নিউজ এজেন্সি জানায়, বিভিন্ন নথি পর্যালোচনা করে তাকে আটকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

২০১৩ সালের জুনে শেখ তামিম বিন হামাদ আল থানি ক্ষমতা গ্রহণের পর আল-এমাদিকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি সেই দায়িত্ব পালন করে আসছেন। দেশটির অর্থ ব্যবস্থার বলিষ্ঠ ব্যক্তিত্ব বলা হয় তাকে। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার ন্যাশনাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি। এরপর ব্যাংকটিকে স্থানীয় পর্যায় থেকে আঞ্চলিক সেরা ঋণদাতা প্রতিষ্ঠানে পরিণত করেন আল-এমাদি। বর্তমানে ব্যাংকটির বোর্ড চেয়ারম্যান ও কাতার এয়ারওয়েজের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি।

২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষ্যে দেশটিতে গত কয়েক বছর ধরে ব্যাপক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। চলতি বছরে বড় প্রকল্পে ব্যয় হ্রাস পাবে বলে কাতারের অর্থমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৬মে/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা