সোনাইমুড়ীতে ঈদগাহ’র উদ্বোধন করলেন নিজাম উদ্দিন জিটু

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ১৯:৫৯| আপডেট : ১৬ মে ২০২১, ২২:৪৩
অ- অ+

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার তুষী আদর্শ গ্রামে কেন্দ্রীয় ঈদগাঁ উদ্বোধন করেছেন দৈনিক বাংলা সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য, এফবিসিসিআইয়ের সিনিয়র সদস্য, বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান।

শুক্রবার তুষী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে এ ঈদগাহের যাত্রা শুরু হয়।

নামাজের পর স্থানীয় এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের সাথে মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বলেন, তুষী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান এলাকাবাসীর পক্ষ থেকে ২০০ শতাংশ জায়গার উপর করার উদ্যোগ নেয়া হয়েছে। এখানে নিয়মিত ঈদ জামাত হবে । এছাড়া প্রতিবছর কেন্দ্রীয়ভাবে ওয়াজের আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, তুষী গ্রামে শতবছরের যে পুরনো মসজিদ রয়েছে- তা পুনর্নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া তুষী হাফেজিয়া মাদ্রাসাকে আরো প্রশস্ত করা হবে, বোডিংব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের খেলাধুলা শরীরচর্চার জন্য মাঠের ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা