ইন্দ্রনীলের জীবনে পরনারী, ভাঙছে ১৩ বছরের দাম্পত্য

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২১, ১১:৫০| আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:০৮
অ- অ+

ভারতীয় টেলিভিশনের অন্যতম সেরা তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত। তাদের ১৩ বছরের সাজানো সংসারও নাকি এখন ভাঙতে বসেছে। ভারতীয় মিডিয়া সূত্রে খবর, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বরখা। এই আলাদা থাকার পেছনে উঠে আসছে টলিউডের মিষ্টি মেয়ে ইশা সাহার নাম।

শোনা যাচ্ছে, ইন্দ্রনীলের সঙ্গে ডেট করছেন ইশা। তাই মুম্বাইয়ে থেকেও মাঝেমধ্যে কলকাতায় দেখা যাচ্ছে ইন্দ্রনীলকে। যদিও এ ব্যাপারে অভিনেতা মজা করে বলেছেন, ‘মুম্বাই থেকে কলকাতায় বিমানে চড়ে প্রেম করতে আসাটা প্রচুর খরচের ব্যাপার।’ অন্যদিকে ইশা সাহা জানান, ‘এই খবর শুনেছি, কিন্তু আমি নিজেই কিছু জানি না।’

গত মার্চে পরিচালক দেব রায়ের প্রথম ছবিতে অভিনয় করেন ইন্দ্রনীল-ইশা জুটি। ছবির নাম ‘তরুলতার ভূত’। ইশার দাবি, ছবির কাজ শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘চারদিকে সময় অনেক কঠিন। তার মধ্যে এত নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক।’

এদিকে মেয়েকে নিয়ে যে বরখা আলাদা থাকছেন, সোশ্যাল মিডিয়াতেও তার প্রতিফলন রয়েছে। গত ২ মার্চে তাদের বিবাহ বার্ষিকী ছিল। এরপর থেকে স্বামী ইন্দ্রনীলের সঙ্গে তার আর কোনো ছবি দেখা যায়নি। যদিও দুজনেই সন্তানের ছবি পোস্ট করে চলেছেন নিজেদের প্রোফাইলে।

ঢাকাটাইমস/১৬জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা