পরীমনির মদপানের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২১, ১৫:৩৬| আপডেট : ২২ জুন ২০২১, ১৭:০২
অ- অ+

গভীর রাতে ঢাকার বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনির মদপানের ভিডিও ভাইরাল হয়েছে। ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, পরীমনি তার সহযোগীদের নিয়ে গোল হয়ে বসে মদপান করছেন। এসময় পরীমনির মামলায় গ্রেপ্তার ক্লাবটির সদ্য বহিষ্কৃত পরিচালনা পরিষদের সদস্য নাসির উদ্দিন মাহমুদও উপস্থিত ছিলেন।

পরীমনিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ...নো আমি জানতে চাচ্ছি `হোয়াট ইজ দিস?‘ তখন পরীমনি মদ্যপ অবস্থায় বলেন,... এই যা। এরপর হাসি দিতে শুরু করেন।

পুরনায় নাসির বলেন, `হোয়াট ইজ দিস?‘ ঢাকাই চলচিত্রের এই নায়িকা উত্তর দেন, ...যা। এরপর টেবিলে থাকা মদের গ্লাস হাতে নিয়ে মদপান করতে থাকেন।

অপর একটি সূত্র বলছে, নাসির পরীমনিকে মদপান করতে বারণ করেন। এর পরও নায়িকা একটি বোতল নিতে চাইলে নাসিরের সঙ্গে বাকবিতন্ডা হয়। মদপানে বাধা পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন পরীমনি। এরপর ক্ষুব্ধ হয়ে ক্লাবে ভাঙচুর চালান। গ্লাস, প্লেট ভাঙেন এবং নাসিরের দিকে বোতল ছুড়ে মারেন।

এদিকে ভাইরাল হওয়া ১০ সেকেন্ডের ভিডিওটি পর্যালোচনা করে দেখছে তদন্ত সংশ্লিষ্টতরা।

গত ৮ জুন মধ্যরাতে ঢাকার অদূরে বিরুলিয়ায় বোট ক্লাবে পরীমনিকে যৌন হেনস্তা ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। পরে ১৪ জুন সাভার থানায় মামলায় নাসিরকে এক নম্বর এবং দেশের অন্যতম মানবপাচারকারী অমিকে দুই নম্বর আসামি করা হয়।

পরে উত্তরা থেকে বিপুল মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন পরীমনি বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, নাসির ক্ষুব্ধ হয়ে তাকে চড় মেরেছেন।

ঢাকাটাইমস/২২জুন/এসএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
পঞ্চগড়ে দেড় বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা