পুড়ে অঙ্গার দেহগুলো চেনার উপায় নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২১, ১৫:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুনে এখন পর্যন্ত ৫২টি মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। নিখোঁজ আছেন আরও অনেকে। গতকাল থেকে এখন পর্যন্ত যেসব লাশ উদ্ধার করা হয়েছে সেগুলো চেনার কোনো উপায় নেই। পুড়ে সবগুলো লাশ অঙ্গার হয়ে গেছে।

উদ্ধারের পর লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

লাশ উদ্ধারে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী বলেন, পুড়ে যাওয়া লাশগুলো এতটাই বীভৎস ও ক্ষতিগ্রস্ত যে, স্বাভাবিকভাবে তাদের চেনা কঠিন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কারখানা ভবনটিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকরা ভবনের ছাদে জড়ো হন। ছাদসহ বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেকে। এতে ওই রাতেই তিনজনের মৃত্যুর খবর জানানো হয়, আহতও হন বেশ কিছু শ্রমিক। টানা ২১ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় ভবনটিতে ফাটলও দেখা দেয়।

এদিকে আগুন লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম ব্যাপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন রূপগঞ্জের ইউএনও, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, পুলিশের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদফতরের একজন প্রতিনিধি।

ঢাকাটাইমস/৯জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :