সৌদিফেরত যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ২০:৩৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

সোমবার দুপুর সোয়া তিনটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি৪০৪০ ফ্লাইটে সৌদি থেকে আসা ওই যাত্রীর হাতের ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। সৌদিফেরত ওই যাত্রীর নাম মাহিন উদ্দিন। তার বাড়ি কুমিল্লায়।

ঢাকা কাস্টমসের একটি সূত্র জানিয়েছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবস্থান নেয় ঢাকা কাস্টমসের কর্মকর্তারা। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি৪০৪০ অবতরণের পর সৌদি আরব ফেরত মাহিন উদ্দিনকে বিমান বন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে গ্রিন চ্যানেলে নিয়ে আসা হয়। গ্রিন চ্যানেলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আটক মাহিনের সঙ্গে থাকা কালো রংয়ের একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ২৯২ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন জানিয়েছেন, সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক প্রবাসী তাকে এই স্বর্ণ বারগুলো দিয়েছেন। পরে শাহজালালে আসার পরে এয়ারপোর্টের বাইরে কেউ একজন ফোন করে এই স্বর্ণগুলো (গোল্ডবার)রিসিভ করে নিয়ে যাবেন। কাস্টমসের আটকরা স্বর্ণের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

এই বিভাগের সব খবর

শিরোনাম :