ইংলিশ অধিনায়কের উইকেট নিতে চান সিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ২১:৫৮| আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৩৭
অ- অ+

আগামী বুধবার ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক ইংলিশরা। ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া বহুল প্রতীক্ষিত সিরিজে ইংলিশ অধিনায়ক জো রুটের উইকেট নিয়ে আবারও উল্লাসে মাততে চান ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ।

চলতি বছরের শুরুর দিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন শিপের অংশ হিসেবে চার ম্যাচের সিরিজ খেলেছিলো ইংলিশরা। ভারতের মাটিতে হওয়া সেই সিরিজে দুই ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত বল করেছিলেন মোহাম্মদ সিরাজ। সিরিজের দ্বিতীয় টেস্টে ওলি পেপে এবং তৃতীয় ম্যাচে জনি বেয়ারস্টো এবং জো রুটের উইকেট তুলে নিয়ে সিরিজ জিততে ভূমিকা রেখেছিলো সিরাজ। সে এবার ইংলিশদের ডেরায় আরো একবার জো রুটকে পরাস্ত করতে মুখিয়ে আছে এই ভারতীয় পেসার।

সিরাজ বলেন, ‘জো রুট ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান। আমি তার উইকেটসহ আরো অনেককে টার্গেটে রেখেছি। আমি আমাদের দেশের মাটিতে তাকে আউট করেছিলাম। এবং এখানেও সে আমার প্লানের অংশ হিসেবে আছে। আমি দলের জন্য যতটা সম্ভব বেশি উইকেট নিতে চাই।’

১৯৩২ সালের পর থেকে ভারত ইংলিশদের ডেরায় ১৮ টি সিরিজ খেলে জয় পেয়েছে মাত্র তিনটি। এর মাঝে সবশেষ জয় রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৭ সালে। এর পরে আরো তিনবার সিরিজ খেললেও জয় পায়নি ভারত। তবে এবারে সিরিজ জিতে ট্রফিটা উঁচিয়ে ধরতে চায় ভারতীয় পেসার সিরাজ।

২৭ বছর বয়সী এই পেসার বলেন, ‘ আমি অনেক আত্মবিশ্বাসী, বিরাট (কোহলি) ভাইয়ার অধিনায়কত্বে আমরা এবার ইংলিশদের হারাতে পারবো। আমাদের দল খুবই শক্তিশালী এবয় আমরা বড় এই সিরিজ জিততে তৈরি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে অভিষিক্ত মোহাম্মদ সিরাজ আছে বর্তমান টেস্ট দলের সাথে। ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৬ ম্যাচে বল হাতে ১৬ উইকেট তুলে নিয়েছেন। ৬০.১৩ স্টাইক রেটে সিরাজের সর্বোচ্চ বোলিং ফিগার ৭৩ রানে ৫ উইকেট।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা