আইপিএল খেলতে সস্ত্রীক দুবাই গেলেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) বাকি অংশে অংশ নেওয়ার জন্য সোমবার দিবাগত রাতে সস্ত্রীক দুবাই গেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এর আগের দিন রাতে আইপিএলের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইপিএলের বাকি অংশে খেলতে আগেই দুবাইয়ে অবস্থান নিয়েছেন সাকিব আল হাসান। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। অবশ্য তার সঙ্গেই যাওয়ার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে দেরি হচ্ছে রাজস্থান রয়্যালসের এই পেসারের।

সোমবার মোস্তাফিজের ভিসা জটিলতা কেটেছে বলে নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান। এদিন রাত দেড়টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। ফিজের সফরসঙ্গী হিসেবে থাকছেন তার স্ত্রীও।

চলতি বছরে ৪ মে করোনার কারণে ৩১ ম্যাচ বাকি রেখেই স্থগিত করা হয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক আসরটি। নতুন সূচি অনুযায়ী আমিরাতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে অনুষ্ঠিত হবে আসরটি। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া বাকি অংশ শেষ হবে ১৫ অক্টোবর ফাইনালের মাধ্যমে।

চলমান আসরে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসে। আসরে অরেঞ্জদের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন কাটার মাস্টার। সাত ম্যাচে ওভার প্রতি ৮.২৯ গড়ে রান দিয়ে নেন ৮টি উইকেট।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা