১১ বছর পর ফিরছেন ফারদিন খান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০১
অ- অ+
ছবিতে পারদিন খানের বর্তমান ও পূর্বের অবস্থা

গত বছর মেদ ঝরিয়ে একদম ফিট লুকে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন বলিউড অভিনেতা ফারদিন খান। ইঙ্গিত দিয়েছিলেন তিনি কামব্যাক করছেন। অবশেষে ফিরলেনও তিনি। চার কিংবা পাঁচ নয়, পাক্কা ১১ বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন ফারদিন।

বলিউড সূত্রে খবর, সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘বিস্ফোট’ ছবিতে দেখা যাবে এই অভিনেতাকে। সেখানে তার সঙ্গে থাকবেন রিতেশ দেশমুখ।

এর আগে ‘হে বেবি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ফারদিন ও রিতেশ। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই হিসেবে ১৪ বছর পর রিতেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ফারদিনকে।

শেষবার এই বলিউড অভিনেতাকে দেখা গিয়েছিল ২০১০ সালে ‘দুলহা মিল গায়া’ ছবিতে। রিতেশের সঙ্গে জুটি বেঁধে ‘বিস্ফোট’ ছবির মাধ্যমে ফের একবার দর্শকদের সামনে আসছেন ফারদিন।

বিখ্যাত ভেনেজুলিয়ান ছবি ‘রক পেপার সিজারস’-এর হিন্দি রিমেক হতে চলেছে ‘বিস্ফোট’। ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবি ৮৫তম অস্কারে ‘সেরা বিদেশি ছবি’ বিভাগে পাঠানো হয়েছিল ভেনেজুয়েলার তরফ থেকে। এবার সেটির হিন্দি রিমেক দেখবে দর্শক।

পরিচালক সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং। বর্তমানে জোরকদমে চলছে প্রি প্রোডাকশন কাজে। শুটিং হবে গোটা মুম্বাই জুড়ে। শহরটির বিখ্যাত ডংরি অঞ্চল যেমন ধরা পড়বে পরিচালকের ক্যামেরায়, তেমনই উঠে আসবে উঁচু উঁচু হাইরাইজ।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা