ভারতে করোনা চিকিৎসায় নিষিদ্ধ হাইড্রোক্সিক্লোরোকুইন ও আইভারমেক্টিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৫
অ- অ+
ছবি: সংগৃহীত

ভারতে করোনা চিকিৎসার নির্দেশিকা থেকে আইভারমেক্টিন ও হাইড্রোক্সিক্লোরোকুইনকে বাদ দেয়া হয়েছে। সিদ্ধান্তটি নিয়েছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্স (আইসিএমএআর)। কোভিডের বিরুদ্ধে এই দুটি ওষুধ যথেষ্ট উপযোগী, এমন কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছে দেশটির এই স্বাস্থ্য বিষয়ক সংস্থার বিশেষজ্ঞরা। খবর আনন্দবাজারের।

আইসিএমআর এর সংক্রামক রোগ বিভাগের প্রধান সমীরণ পান্ডে বলেছেন, ‘এই দুটি ওষুধ কোভিড চিকিৎসার জন্য উপযুক্ত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অবশেষে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন, যেহেতু দুটি ওষুধের যথেষ্ট কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি তাই কোভিড চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এগুলোকে।’

গত মে মাসে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল। এবং এই দুটি ওষুধ বন্ধ করার পক্ষে সওয়াল করেছিল তারা।

কিন্তু তখন আইসিএমআর তাদের সঙ্গে সহমত হয়নি। ফলে এ নিয়ে ডিজিএইচএস এবং আইসিএমআর এর বিশেষজ্ঞদের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ডিজিএইচএস এর নির্দেশিকাকে সঠিক বলে জানিয়েছিল। সেই সঙ্গে এই দুটি ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্কবার্তাও দিয়েছিল।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা