বোলিংয়ে দুর্দান্ত মোস্তাফিজ, দিল্লীর সংগ্রহ ১৫৪ রান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে কিপটে বোলিংয়ের পাশাপাশি বল হাতে দ্যুতি ছড়িয়েছেন রাজস্থান রয়্যালসের বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। চার ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় নিয়েছেন দুটি উইকেট। আর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তুলেছে দিল্লী।
আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লীর। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারিয়েছে দলটি। কার্তিক তিয়াগির বলে ৮ রানে ধাওয়ান এবং সাকারিয়ার বলে ১০ রানে সাজঘরে ফেরেন পৃথ্বি।
চাপে পড়া দলকে সামনে থেকে নেতৃত্ব দেন দিল্লীর অধিনায়ক রিসাব পান্ত এবং টপঅর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে মাত্র ৪৫ বল খেলেন তুলেন ৬২ রান।
অন্যান্য বোলাররা যখন এই জুটি ভাঙতে ব্যর্থ ঠিক তখন মোস্তাফিজের উপর ভরসা রাখেন রাজস্থানের অধিানায়ক স্যামসন। অধিনায়কের ভরসার মান রাখেন কাটার মাস্টার। ১২তম ওভারে মাত্র ৫ রান দিয়ে পান্তকে সাজঘরে ফেরান মোস্তিাফিজ। পান্ত করেন ২৪ রান। এরপর রাহুল তেয়াতিয়ার বলে ৩২ বলে ৪৩ রান তুলে ফেরেন আইয়ারও।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলার চেষ্টা করেন দিল্লীর ক্যারিবীয় ব্যাটসম্যান সিমরন হ্যাটমায়ার। তবে মোস্তাফিজের বলে সাকারিয়ার হাতে ক্যাচ তুলে ফেরেন তিনি। ১৬ বল খেলে তুলেন ২৮ রান। এছাড়া ৭ বলে ১২ রান করেন অক্ষর প্যাটেল। আর ১৪ রানে লোলিত যাদব এবং ৬ রানে অশ্বিন অপরাজিত থাকেন।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমএম)

মন্তব্য করুন