ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ২০:০৭
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে পাঁচ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে ভৈরবের জগন্নাথপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

ভৈরব রেল স্টেশন মাস্টার নুর নবী জানান, দুপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় এসে চারটি চাকা লাইনচ্যুত হওযার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে পাঁচ ঘণ্টা যাবত ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করে। একই জায়গায় এক মাসে দুইবার ট্রেনের চাকা লাইনচ্যুত হলো। সে বিষয়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :