প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকার সংঘর্ষে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ২১:১১| আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:৪২
অ- অ+

পাবনার ঈশ্বরদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাঁড়া ঘাটে শ্যালোইঞ্জিন চালিত দুই নৌকার সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শুভ রায় (২৫) ঈশ্বরদী পৌর শহরের কর্মকারপাড়া এলাকার (নুর মহল্লা) বাবলু রায়ের ছেলে। ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার বলেন, পদ্মা নদীর ৫ নম্বর সাঁড়া ঘাটে সন্ধ্যায় নৌকাযোগে প্রতিমা বিসর্জন দিতে যান হিন্দু ধর্মাবলম্বীরা। সাড়ে ৬টার দিকে দুটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ১০ জন পানিতে পড়ে যায়। অন্যরা সবাই সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও শুভ রায় নামে ওই যুবক নিখোঁজ হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নেয়। কিন্তু রাত হয়ে যাওয়ায় অভিযান চালানো সম্ভব হয়নি। তবে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা এলে উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান নজরুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা