পীরগঞ্জে হামলা-অগ্নিসংযোগের অন্যতম হোতা সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১০:১৮
অ- অ+
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে পবিত্র কাবা ও কোরআন শরিফ ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম।

শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, সম্প্রতি রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা সৈকত মন্ডল এবং তার সহযোগী রবিউল ইসলাম গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

১৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ অবমাননার ঘটনার তিন দিন পর ১৭ অক্টোবর পীরগঞ্জে একটি ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। এসময় প্রায় ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পবিত্র কাবা শরিফ, কোরআন এবং ইসলাম ধর্ম অবমাননা করে উসকানিমূলক পোস্ট ও কমেন্টের অভিযোগে পরিতোষ সরকার নামে এক যুবককে গত সোমবার রাতে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পরিতোষ।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও থেকে ছিনিয়ে নেওয়া সৌদি রিয়াল উদ্ধার, ছয়জন আটক
দ্বিতীয় পর্বের সপ্তম দিনের বৈঠক চলছে, এজেন্ডা নির্বাচনী এলাকা, তত্ত্বাবধায়ক সরকার
আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার
২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চাকরি প্রত্যাশীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা