পাঁচ উইকেট হারিয়ে হঠাৎ চাপে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ২১:০৫
অ- অ+

দুবাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভ সূচনাই পেয়েছিল শ্রীলঙ্কা দল। কিন্তু হঠাৎ চাপে পড়েছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কার সংগ্রহ ৯৪ রান।

এখন ২ রানে রাজাপাকসি এবং শূন্যরানে শানাকা অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ঝড়ো ইনিংসের আভাস দেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা। তবে অন্যপ্রান্তে সুবিধা করতে পারেননি পাথুম নিশানকা। আউট হন মাত্র ৭ রানে।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে অজি বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন চারিথ আশালাঙ্কা। এ সময় পেরেরাকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়েন তিনি। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ২৭ বলে করেন ৩৫ রান।

অস্ট্রেলিয়া একাদশ:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস

শ্রীলঙ্কা একাদশ:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, ও মহেশ থাক্সেনা

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা