ভাড়া বেশি নিলে বাস যাবে ডাম্পিংয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১, ২৩:০৬

ভাড়া বেশি নিলে বাস ডাম্পিংয়ে পাঠানো হবে। পাশাপাশি বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মো. নজরুল ইসলাম বলেন, ‘বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে আপাতত আর্থিক জরিমানা ও বাড়তি ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেয়া হচ্ছে। এরপরও বাড়তি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা ওই বাসকে ডাম্পিং করাসহ রুট পারমিট বাতিল করব।’

সড়ক পরিবহন সচিব বলেন, ‘ডিজেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাসগুলোর জন্য নতুন ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। এখন আর বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। সে জন্য বিআরটিএ ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটর করা হচ্ছে।’

অভিযান চলমান

নতুন ভাড়া কার্যকরে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী হাকীম মো. সাজিদ আনোয়ার। টার্মিনালের কাউন্টারগুলোতে নতুন ভাড়ার তালিকা যাচাই শেষে সিটি সার্ভিসের বাসগুলো পরীক্ষা করেন তিনি।

এ সময় সিএনজিচালিত বাসে বিআরটিএর পক্ষ থেকে স্টিকার জুড়ে দেয়া হয়।

এদিকে বাড়তি ভাড়া আদায় করার দায়ে ছয়টি বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ’র নির্বাহী হাকীম সাজিদ আনোয়ার।

অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের জন্য ছয়টি বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একটি বাস যাত্রীর কাছ থেকে ৩৩ টাকার ভাড়া ৫০ টাকা নিয়েছে। যাত্রীকে ১৭ টাকা ফেরত দিয়ে ওই বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মক্কা ট্রান্সপোর্ট নামের একটি পরিবহনের তিনটি বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের জরিমানা করা হয়েছে।’

একাধিকবার নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী পরবর্তী সময়ে বাস ডাম্পিং করা ও রুট পারমিট বাতিল করা হবে বলেও জানান নির্বাহী হাকীম।

ঢাকাটাইমস/১১নভেম্বর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

অটিজম সম্পর্কে সমাজের সবাইকে সচেতন করতে হবে: স্পিকার

‘নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবে মন্ত্রণালয়’ 

সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: নানক

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যে সিগারেট বাদে স্বীকৃতি পাচ্ছে যেসব পণ্য

নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়

আইইবি স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাকের চেয়ারম্যান

চূড়ান্ত রায়ের আগে আসামিকে কনডেম সেলে নেওয়া যাবে না: হাইকোর্ট

ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :