ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনালদো-লেভানদোভস্কি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১, ১৫:৫৬| আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:০৪
অ- অ+

কদিন পরই ঘোষণা করা হবে নতুন ব্যালন ডি অর জয়ীর নাম। গুঞ্জন শোনা যাচ্ছে, এবারের ব্যালন ডি অর উঠছে আর্জেন্টাইন সুপারস্টারের হাতেই! এবার আরেকটা সুখবর পেলেন মেসি। ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায়ও রয়েছেন কোপার বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক।

সোমবার রাতে প্রকাশিত ফিফা তালিকায় প্রত্যাশিতভাবে আছেন মেসির সবসময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। লড়াইয়ে আছেন বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা মোহামদ সালাহ। সম্ভাবনার দৌড়ে আছেন ইতালির হয়ে ইউরো ও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জর্জিনিয়ো, গোলমেশিন রবের্ত লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমার মতো তারকারাও।

২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে সোমবার নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা দিয়েছে ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এই তালিকা তৈরি করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। পরে আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এর আগে রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। গত অগাস্টে বার্সা ছেড়ে পিএসজিতে আসা মেসির সেরা হওয়ার সংখ্যাটা এবার সাত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অনেকে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর সম্ভাবনারও কমতি নেই। দলীয় খুব বড় কোনো সাফল্য না থাকলেও ব্যক্তিগত অর্জনে বছরটা দুর্দান্ত কেটেছে রোনালদোর।

দলগত সাফল্যের বিচারে অবশ্য তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন জর্জিনিয়ো। পুরস্কার পাওয়ার অন্যতম দাবিদার হিসেবে থাকছে গত মৌসুম দুর্দান্ত থাকা লিভারপুল সুপারস্টার মোহামদ সালাহ ও পোলিশ তারকা ফুটবলার লেভানদোভস্কি।

ফিফা বর্ষসেরার লড়াইয়ে যে ১১ জন: করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনে (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), মোহামেদ সালাহ (মিশর/লিভারপুল), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/ইউভেন্তুস/ম্যানচেস্টার ইউনাইটেড), আর্লিং হলান্ড (নরওয়ে/বরুশিয়া ডর্টমুন্ড), জর্জিনিয়ো (ইতালি/চেলসি), এনগোলো কঁতে (ফ্রান্স/চেলসি), রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/পিএসজি), নেইমার (ব্রাজিল/পিএসজি)।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
চট্টগ্রামে সদর ইউনিট নির্বাচনে আওয়ামী প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগ রেজিস্ট্রারের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা