কবে অবসর নেবেন, জানালেন সানিয়া মির্জা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১৫:১৮
অ- অ+

ক্রিকেটার স্বামী শোয়েব মালিকের সঙ্গে তাল মিলিয়ে নিজেও টেনিস কোর্টে খেলে যাচ্ছেন ভারতীয় টেনিসার সানিয়া মির্জা। ৩৫ বছর বয়স হলেও এখনও খেলে যাচ্ছেন আপনতালেই। অতপর নিজের অবসর নেওয়ার সময় জানিয়ে দিলেন এই টেনিস সুন্দরী। আরও দুটি গ্র্যান্ড স্লাম জেতার পর নিজের টেনিস ব্যাটটি তুলে রাখবেন বলে জানা তিনি।

করাচিতে শোয়েব মালিকের সুগন্ধী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন সানিয়া মির্জা। সেখানে বক্তৃতা দেয়ার এক পর্যায়ে টেনিস ক্যারিয়ারের অবসর নিয়ে প্রশ্ন উঠলে এ বিষয়ে মুখ খুলেন তিনি। তখন তিনি বলেন, ‘অবসরের আগে আমি আরও দুইটি গ্র্যান্ড স্লাম জিততে চাই।’

ওই অনুষ্ঠানে সানিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন শোয়েব মালিকও। তাকেও একই প্রশ্নই করা হয়। অবসর নিয়ে মলিক বলেন, ‘আমি অবসরের ব্যাপারে একদমই ভাবছি না। এটি শুধুমাত্র আমার একার সিদ্ধান্তও নয়। দলের অধিনায়কও এটি চায়। আমি বাবরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। সে জানিয়েছে দলের জন্য নতুন খেলোয়াড় তৈরি করতে আমাকে দরকার।’

মালিক আরও বলেন, ‘আমি ওয়ানডে বিশ্বকাপের শিরোপার স্বাদ নিতে চেয়েছিলাম। কিন্তু পায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলাম। কিন্তু ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি।’

ঢাকাটাইমস/২৭নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা