ফারদিন-কারিনা শয্যাদৃশ্য, রেগে হুলস্থূল বাধিয়েছিলেন শাহিদ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪:২৯| আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪:৩৪
অ- অ+

বলিউডে একসময় শাহিদ কাপুর এবং কারিনা কাপুরের প্রেম বহু চর্চিত বিষয় ছিল। চর্চার বি‌ষয় বা বিতর্কের নিয়মিত জোগান অবশ্য তারাই দিতেন। কখনও ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যেত, কখনও বা সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভুল বোঝাবুঝি, মন কষাকষি হত দুজনের। জনসমক্ষে তা প্রকাশও করে ফেলতেন।

কারিনাকে নিয়ে তার সাবেক প্রেমিক শাহিদ কাপুর বহুবার সহ-অভিনেতাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন। সে সব ঝগড়া কখনও কখনও হাতহাতিতে গড়িয়েছিল। এমন বহু কেচ্ছা কেলেঙ্কারির সাক্ষী থেকেছে বলিউড। তবে একটি ঘটনা সম্ভবত অনেকের নজর এড়িয়ে গিয়েছিল।

২০০৪ সালে তখনকার প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে ‘ফিদা’ ছবিতে কাজ করেছিলেন কারিনা। ছবিটি ছিল ত্রিকোণ প্রেমের। ত্রিকোণ প্রেমের ছবি মানেই তিনটি মূল চরিত্র। শাহিদ-কারিনার সঙ্গে তৃতীয় ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন ফারদিন খান।

ছবিতে ফারদিনের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল কারিনার। এর মধ্যে আবার একটি শয্যাদৃশ্য। শোনা যায়, কারিনার সঙ্গে ফারদিনের ওই শয্যাদৃশ্য নিয়ে শ্যুটিংয়ে তীব্র আপত্তি তুলেছিলেন শাহিদ। এ নিয়ে তীব্র বাদানুবাদ হয় দুই নায়কের। ব্যাপারটা নাকি এতটাই খারাপ জায়গায় পৌঁছেছিল যে, ছবি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

শেষে দুজনকে অনেক বুঝিয়ে রাজি করানো হয় ছবির শ্যুটিংয়ের জন্য। যদিও ফারদিন এবং শাহিদের সম্পর্ক এরপর আর কোনোদিনই স্বাভাবিক হয়নি। ফারদিন এক সাক্ষাৎকারে ঘটনাটি স্বীকার করে বলেছিলেন, তিনি এবং কারিনা অত্যন্ত ভালো বন্ধু। নিজেদের মধ্যে বোঝাপড়াও ভালো। শাহিদের অপরিণতমনস্কতার জন্যই সেদিন সমস্যা হয়েছিল।

এরও জবাব দেন শাহিদ। ‘কফি উইথ করণ’-এ অভিনেতা বলেছিলেন, ‘ওর যদি আমার কোনো কথা ভালো না লেগে থাকে, তবে আমাকে ব্যক্তিগত ভাবে বলতে পারতো। কিন্তু তা না করে ফারদিন বিষয়টি জনসমক্ষে এনেছেন। এটা কাম্য নয়।’ শোনা যায় কারিনাকে নিয়ে দুজনের ঝগড়ার জেরে এখনও মুখ দেখাদেখি নেই দুই নায়কের।

তবে ঘনিষ্ঠজনেরা বলছেন, এবার বোধহয় ঝগড়া মিটিয়ে নেওয়ার সময় হয়েছে। কারণ ঝগড়ার কারণই আর নেই। শাহিদ নিজেও মীরাকে নিয়ে সুখে আছেন। অন্যদিকে ফারদিন বলিউডে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন। তাই তিক্ততা ভুলে এবার দুজনের হাত মেলানো উচিত বলেই মত সবার।

ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা