র‌্যাবের প্রশংসা করে যে বার্তা দিলেন নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২১, ০৯:৫২| আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭:৩৩
অ- অ+

বাংলাদেশের চলচ্চিত্রে একসময় অশ্লীলতা ভর করেছিল। সে সময় অশ্লীল নায়ক-নায়িকা ও পরিচালক-প্রযোজকদের দাপটে মূল ধারার শিল্পীদের কাজ করা কঠিন হয়ে পড়েছিল। দেশীয় চলচ্চিত্র নিয়ে তখন চারদিকে ছি ছি। পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখা হয়ে পড়েছিল একেবারেই অসম্ভব। সেই অবস্থা থেকে চলচ্চিত্রকে সুস্থ ধারায় ফিরিয়ে এনেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিজের অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এর পাশাপাশি তিনি র‌্যাবের ভূয়সী প্রশংসা করে সবসময় তাদের পাশে থাকার কথাও বলেছেন। সোমবার ফারিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজে র‌্যাবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে দেন লম্বা একটি স্ট্যাটাস।

সেখানে অভিনেত্রী লেখেন, ‘আপনাদের মনে থাকার কথা, ২০০০-২০০৪ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল। যখন চলচ্চিত্রে ছিল অশ্লীলতাপূর্ণ। অশ্লীল নায়ক-নায়িকারা ছিল সেলেব্রিটি, আর সুস্থ ধারার শিল্পীরা ছিল নির্বাসিত। চলচ্চিত্র শিল্পী হিসেবে সেসময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে ওঠে। আমি সেসময় চলচ্চিত্রে ছিলাম না, কিন্তু আমি জানি আমার সিনিয়র আর্টিস্টরা কী দুর্বিষহ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন সে সময়!’

ফারিয়া আরও লেখেন, ‘সেই জায়গা থেকে আজ একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র‍্যাবের কৃতিত্ব। চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে র‌্যাব। জঙ্গিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান, আমি আর নাই বা বললাম। আমি র‍্যাবের পাশে আছি এবং থাকব। পাশাপাশি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র‍্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করি।’

তবে শুধু প্রশংসা নয়, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে ফারিয়া কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয়ও করেছেন। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান ও রাইসুল ইসলাম আসাদের মত তারকারা।

ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান কেমন রাজধানীর?
দেশের সাত অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ‘অনাহারজনিত মৃত্যু’ দাঁড়াল ২৯ জনে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা