নির্মাতা রাফি ও নায়িকা তমা কি সত্যি প্রেম করছেন?

দুই মাসের বেশি সময় ধরে এফডিসিপাড়ায় গুঞ্জন, তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তর্মা মির্জা সম্পর্কে রয়েছেন। তারা প্রকাশ্যেই প্রেম করে বেড়াচ্ছেন। শিগগির তারা বিয়ে করতে চলেছেন বলেও রব উঠেছে। সম্প্রতি দুই তারকার একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ হওয়ার পর তাদের সেই প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
ওই ছবিতে দেখা যায়, একটি প্রাইভেটকারে চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফি ঘনিষ্ঠ হয়ে বসে আছেন। ছবিতে রাফির মুখ স্পষ্ট নয়, তবে বোঝা যায়। এছাড়া ওই ছবিতে দুজনই পোশাক পরেছেন রঙের মিল রেখে। কিন্তু এতে কি প্রমাণ হয়, তারা প্রেম করছেন? কী বলছেন দুই তারকা?
গত অক্টোবরে রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেন তমা মির্জা। গুঞ্জন, এই কাজটি করতে গিয়েই তারা একে অপরের কাছাকাছি আসেন এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও তমা মির্জা ইতোমধ্যে বলে দিয়েছেন, রায়হান রাফি তার ভালো বন্ধু, অন্য কিছু নয়।
এদিকে, সব গুঞ্জন উড়িয়ে ইতোমধ্যে নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। নাম ‘জানোয়ার টু’। যেটির নায়িকা তমা মির্জা। তিনি চুক্তিবদ্ধও হয়েছেন। ছবিটি তিন পর্ব আকারে নির্মাণ করবেন রায়হান রাফি। সেখানে তমা মির্জা ছাড়াও থাকবেন অনেকে নামিদামি অভিনয়শিল্পী।
এর পাশাপাশি তমার সঙ্গে সম্পর্ক নিয়ে রায়হান রাফি জানিয়েছেন, ‘তমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। মিডিয়ায় কাজ করতে গিয়ে বন্ধুত্ব হতেই পারে। যেটা এর আগে অনেকের সঙ্গেই হয়েছে। তমা একটু বেশি প্রাণোচ্ছল, তাই হয়তো মানুষের চোখে লেগেছে। আদতে এমন কিছুই নয়।’
২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন তমা মির্জা। এরপর ‘মনেপ্রাণে আছো তুমি’, ‘পালাবার পথ নেই’, ‘মানিক রতন দুই ভাই’, ‘ছোট্ট সংসার’, ও ‘নদীজন’ ছবিগুলোতে তিনি অভিনয় করেন। ‘নদীজন’-এর জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তমা।
অন্যদিকে সিয়াম আহমেদ ও পূজা চেরি জুটির ‘পোড়ামন টু’ ছবির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন রায়হান রাফি। পরে একই জুটিকে নিয়ে ‘দহন’ নামে আরও একটি ছবি নির্মাণ করেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার নির্মিত ‘পরাণ’ ও ‘দামাল’ নামে আরও দুটি ছবি। প্রথমটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে, দ্বিতীয়টি স্বাধীনতা দিবসে।
ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এএইচ

মন্তব্য করুন