গান শোনা যাবে, সেলফি তোলা যাবে টাইটানের স্মার্ট গ্লাসে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ১১:৫৭
অ- অ+

আইকেয়ার সেক্টরের অন্যতম সংস্থা টাইটন এবার বাজারে নিয়ে এল স্মার্ট গ্লাস ৷ টাইটান আই এক্স নামে এই স্মার্ট চশমা লঞ্চ করেছে টাইটন ৷ স্মার্ট গ্লাসকে সানগ্লাস, স্পেক্টেকল বা কম্পিউটার গ্লাস হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ এখানেই শেষ নয়, এই গ্লাসের মাধ্যমে গানও শোনা যাবে, এমনকি কথা বলা যাবে ফোনেও ৷ এই স্মার্ট চশমায় অডিও, টাচ কন্ট্রোল, ও ফিটনেস ট্র্যাকারের মতো একাধিক ফিচার্স রয়েছে ৷

ডিভাইসটি স্মার্টফোনের মতো কোয়ালকাম প্রসেসর থেকে অপারেট হয়ে থাকে ৷

একটি অ্যাপের মাধ্যমে এই স্মার্ট গ্লাসকে অ্যানড্রয়েড বা আইওএস দুই ধরনের ফোনের সঙ্গে যুক্ত করা যাবে ৷ স্মার্ট গ্লাস অন্যান্য চশমার থেকে অনেকটাই হালকা ৷

গ্লাসের দাম ভারতীয় মুদ্রায় ৯৯৯৯ রুপি। একবার ফুল চার্জ হওয়ার পর প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকে স্মার্ট গ্লাসের ৷ টাইটান আই প্লাস স্টোর বা ওয়েবাসইট থেকে সহজেই এই স্মার্ট গ্লাস কিনতে পারবেন ৷

কী কী বিশেষ ফিচার্স রয়েছে ?

টাইটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডায়নেমিক ভলিউম কন্ট্রোলের সঙ্গে একদম পরিষ্কার কোয়ালিটির আওয়াজ প্রদান করে থাকে স্মার্ট গ্লাস ৷ চশমাকে অডিও-র সঙ্গে যুক্ত করলে আশপাশের আওয়াজ অনুযায়ী স্মার্ট গ্লাস নিজের আওয়াজের স্পিড অ্যাডজাস্ট করে থাকে ৷

টাইটান আই এক্স স্মার্ট গ্লাস থেকে ফোন কলেরও সুবিধা মিলবে ৷ এই চশমা পরে আপনি ফোন কল রিসিভ করতে পারবেন ৷ শুধু তাই নয়, এই চশমার সাহায্যে সেলফিও ক্লিক করতে পারবেন ৷ চশমায় ট্র্যাকারের সুবিধা রয়েছে ৷ চশমা কোথাও রেখে ভুলে গেলে ট্র্যাকারের মাধ্যমে সহজেই ট্র্যাক করতে পারবেন চশমা ৷

এই স্মার্ট গ্লাসে একাধিক স্মার্ট ফিচার্স রয়েছে ৷ এর মধ্যে দুর্দান্ত অডিও কোয়ালিটি, টাচ কন্ট্রোল, ফিটনেস ট্র্যাকার, ভয়েস ইনবিল্ড আইকেয়ার নোটিফিকেশন, অ্যানড্রয়েড ও আইওএস কানেক্টিভিটির সুবিধা রয়েছে ৷

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা