মালাইকাকে ‘নির্লজ্জ মহিলা’ বলে কটাক্ষ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১২:৪৫| আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩:৩৩
অ- অ+

বয়স ৪৮, কিন্তু বলিউডের আইটেম তারকা মালাইকা অরোরাকে দেখে তা বোঝার উপায় নেই। এখনও নিজের ‘সেক্সি’ লুকে বলিপাড়ার টিনেজ হিরোইনদের টেক্কা দিতে পারেন তিনি। তবে ফ্যাশন ট্রেন্ড তকমা পাওয়ার পাশাপাশি তাকে নিয়ে বিস্তর সমালোচনা এবং ট্রোলিংও হয়।

সম্প্রতি নিজের পোশাকের কারণে ফের একবার শিরোনামে অর্জুন কাপুরের প্রেমিকা। ব্রা-হীন অবস্থায় রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছিলেন তিনি। তা দেখেই চোখ ছানাবড়া নেটপাড়ার। ক্যামেরার সামনে এহেন অবস্থায় মালাইকাকে দেখে ট্রোলাররাও তাদের আলোচনার নতুন টপিক পেয়ে যান।

সম্প্রতি নিজের পোষা কুকুর ক্যাস্পারকে নিয়ে মর্নিং ওয়াক সারতে বেরিয়েছিলেন মালাইকা। ঢোলা সোয়েটশার্ট, ফিটেড ট্র্যাকস মিলিয়ে বেশ ক্যাজুয়াল অবতারেই তখন ক্যামেরায় ধরা দেন তিনি। তবে মালাইকার পোশাক দেখে নেটিজেনদের একাংশ লক্ষ্য করেন, পোশাকের নিচে অন্তর্বাস পরেননি বলি-সুন্দরী।

ব্যস, মুহূর্তেই মালাইকাকে ঘিরে শুরু হয়ে যায় ট্রোলিং। কেউ লেখে, ‘ব্রা পরতে ভালো লাগে না?’ অন্য একজন মালাইকাকে ‘নির্লজ্জ মহিলা’ বলতেও কসুর করেনি। কটাক্ষ করে একজন লিখেছেন, ‘মুখে দুটো মাস্ক থাকলেও পরা নেই একটিও ব্রা।’

অবশ্য মালাইকার সমর্থনে গলাও ফাটিয়েছে বহু নেটিজেন। কেউ যেখানে বলেছেন, ‘মহিলারা ব্রা পরবেন কি না সেটা তাদের নিজেদের ব্যাপার।’ আবার কেউ লিখেছেন, ‘অনেকেরই অন্তর্বাস পরলে অস্বস্তি হয়।’ তবে এই গোটা বিষয়ে অবশ্য মুখে টুঁ শব্দটুকুও করেননি মালাইকা নিজে।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অগ্নিদগ্ধ শিশুর আর্তনাদে বিবেকহীন জাতির নগ্ন প্রতিচ্ছবি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা